জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা রংপুরে সাবেক রাষ্ট্রপতি জাপার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত করছেন ।
শুক্রবার ( ৩ শ্রাবন,১৯ জুলাই) বাদ জুমা রংপুর জেলার পল্লী নিবাসে এরশাদের সমাধিতে পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানানো হয়। তারপর কোনারখানি পাঠ করে মরহুম হুসাইন মোহাম্মদ এরশাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব হাজী বেলাল হোসেন সহ স্থানীয় নেতাকর্মী ও তার স্বজনরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত গত ১৪ জুলাই এরশাদ রাজধানীতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।