আজ বৃহস্পতিবার, ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

এরশাদের কথা রাখছেন না সেলিম ওসমানরা

সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জাতীয় পাটির চেয়ারম্যান এইচএম এরশাদ নেতাকর্মীদের বলে গেছেন আমার মৃত্যুর পর আমার ভাই জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান হবে। সেই মোতাবেক জিএম কাদের কে সম্প্রতি জাতীয় পাটির চেয়ারম্যান ঘোষণা করেছে দলটির মহাসচিব মশিউর রহমান রাঙা। তাকে জাতীয় পার্টির তৃণমূল থেকে শুরু করে সবাই মেনে নিয়েছে। কিন্তু বাধা হয়ে দাঁড়িয়ে সেলিম ওসমানদের মত গুটি কয়েক রওশনপন্থী সংসদ সদস্য। আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে গুলশানে জাপা সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের বাসায় সংবাদ সম্মেলন করেছে রওশনপন্থীরা। সেখানে উপস্থিত ছিলেন, জাপার সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ,সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু, সংসদ সদস্য মজিবুল হক চুন্নু, সংসদ সদস্য সেলিম ওসমান, সংসদ সদস্য ফখরুল ইমাম, সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা,  নুরুল ইসলাম ওমর, প্রেসিডিয়াম সদস্য চিত্র নায়ক সোহেল রানা, এসএম ফয়সল চিশতী, মীর আবদুস সবুর আসুদ ও সফিকুল ইসলাম সেন্টু।

সংবাদ সম্মেলনে  রওশন এরশাদকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা দিয়েছেন সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। একই সঙ্গে ছয় মাসের মধ্যে কাউন্সিলের ঘোষণা দেওয়া হয়।

এর আগে বিরোধী দলীয় উপনেতা রওশন এরশাদ বলেন, ‘পার্টিতে কী হচ্ছে? জাতীয় পার্টি কী আবার ভাঙতে যাচ্ছে? অতীতে কিন্তু জাপা ভেঙেছে। আসুন সবাই মিলে পার্টিটাকে ভাঙনের হাত থেকে রক্ষা করি।’

সংবাদ সম্মেলনে সেলিম ওসমানকে কোন কিছু বলতে দেখা যায় নাই। তিনি সামনের সারিতে বসে ছিলেন ।

আনিসুল ইসলাম মাহমুদ আরো বলেন, ‘জিএম কাদের পার্টির কো-চেয়ারম্যান হিসেবে থাকবেন। যে প্রক্রিয়ায় তিনি নিজেকে পার্টির চেয়ারম্যান দাবি করছেন, সে প্রক্রিয়ায় গলদ রয়েছে। এরশাদের অসুস্থতা ও মৃত্যুর কারণে আমরা এ নিয়ে প্রশ্ন তুলিনি।’

জিএম কাদের পার্লামেন্টারি বোর্ড গঠনে গঠনতন্ত্র লংঘন করেছেন। গঠনতন্ত্রে স্পষ্ট করে বলা আছে, চেয়ারম্যান, মহাসচিবের বাইরে পার্লামেন্টারি বোর্ডে জ্যেষ্ঠতার ভিত্তিতে সাত সদস্য থাকবেন। তিনি যা করেছেন, সবই অবৈধ।

প্রসঙ্গত  ,সম্প্রতি একটি অনুষ্ঠানে সেলিম ওসমান বলেছেন ,এরশাদ আমার পিতৃতুল্য। পরে নারায়ণগঞ্জে এরশাদের দোয়া অনুষ্ঠানে সেলিম ওসমান বলেছে এরশাদ আমাকে শান্তির পথ দেখিয়ে। এত এরশাদ বন্দনা করার পরও তার কথা রাখছেন না সেলিম ওসমানরা। তাদের মধ্যে দ্বন্দ্ব চরম আকার ধারণ করছে।

সর্বশেষ সংবাদ