আজ বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

এরশাদের আসনে টিকল না আ.লীগ প্রার্থী

সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জাতীয় পার্টির চেয়াম্যান এরশাদের রংপুর-৩ (সদর) আসনের উপনির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট রেজাউল করিম রাজু।

সোমবার বিকেল পৌনে ৫টায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিনের কাছে তিনি প্রার্থীতা প্রত্যাহারপত্র জমা দেন।

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিয়ার রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক তৌহিদুর রহমান টুটুল, প্রচার সম্পাদক রোজী রহমান, মহিলা বিষয়ক সম্পাদক লতিফা শওকত, জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি, জেলা যুবলীগের সভাপতি বাশার, সাধারণ সম্পাদক মুরাদ হোসেনসহ জেলা, মহানগর আওয়ামী লীসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে তার প্রার্থীতা বহাল রাখার দাবিতে অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কাচারী বাজারে রাস্তায় শুয়ে এক ঘণ্টা সড়ক অবরোধ করেন।

আগামী ৫ অক্টোবরের উপনির্বাচনে জাতীয় পার্টি, বিএনপি, স্বতন্ত্রসহ বিভিন্ন রাজনৈতিক দলের ৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন।