সংবাদচর্চা ডেস্ক:
প্রাথমিক সমাপনী (পিইসি) পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে এ বছর থেকে এমসিকিউ থাকছে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান ফিজার।
৩ এপ্রিল, মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বৃত্তির ফল প্রকাশ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।
মোস্তাফিজুর রহমান বলেন, ‘আগামী নভেম্বরে অনুষ্ঠিত প্রাথমিক সমাপনী পরীক্ষা থেকে এমসিকিউ উঠিয়ে দেওয়া হবে। এইচএসসি পরীক্ষায় কিছু কৌশল নিয়ে প্রশ্নপত্র ফাঁসের গল্প নেই।
এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফ-উজ-জামান, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. গিয়াস উদ্দিন আহমেদ, অতিরিক্ত সচিব আকরাম-আল-হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিতি ছিলেন।