নারায়ণগঞ্জ ২ আসনের ( আড়াইহাজার) সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর বড় ভাই মোঃ জহিরুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। বুধবার (১৭ জুলাই) সকাল ১১.০০ টায় তিনি মৃত্যু বরন করেন । মোঃ জহিরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।
মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৫৭ বছর। আজ বাদ আছর মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ,শ্রমিক লীগ নেতা কাউছার আহমেদ পলাশ, সাবেক রাষ্ট্রদূত মমতাজ উদ্দিন, রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভূইয়া, আড়াইহাজার উপজেলা চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম হেলো সরকার,ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, গোপালদী পৌর মেয়র আলহাজ্ব হালিম শিকদার, আওয়ামীলীগ নেতা আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব সহ অনেকে।
গোলাম দস্তগীর মরহুমের আন্তার শান্তি কামনা করেছেন। মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এছাড়া গোলাম দস্তগীর গাজী নজরুল ইসলাম বাবুকে সান্তনা দিয়েছেন।