আজ রবিবার, ২৪শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

এমপি বাবুর বড় ভাই আর নেই

নারায়ণগঞ্জ ২ আসনের ( আড়াইহাজার)  সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর বড় ভাই মোঃ জহিরুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)।   বুধবার (১৭ জুলাই) সকাল ১১.০০ টায় তিনি মৃত্যু বরন করেন  । তার মৃত্যতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। তিনি মৃত্যু কালে স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও ভাই বোন সহ অংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি মসজিদ, মাদ্রাসা, স্কুল সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে জড়িত ছিলেন। তার মৃত্যুতে নজরুল ইসলাম বাবু শোকে বিহব্বল হয়ে পরেছেন।

মৃত্যুর খবর পেয়ে আড়াইহাজার আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের অসংখ্য নেতা-কর্মী বাড়িতে ভিড় জমায়। পরিবারের লোকদের সমবেদনা জানাতে আড়াইহাজার পৌর মেয়র আলহাজ্ব মোঃ সুন্দর আলী, উপজেলা চেয়ারম্যান মোজাহিদুর রহমান হেলো সরকার, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, গোপালদী পৌর মেয়র আলহাজ্ব হালিম শিকদার সহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত হন।

পরিবার সূত্রে জানা যায়, আজ বুধবার আসরের নামাজের পর মরহুম মোঃ জহিরুল ইসলামের জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।