রূপগঞ্জ প্রতিনিধি: অবশেষে গোলাম দস্তগীর গাজী’র অর্থায়নে কায়েতপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড এর হরিণা গ্রাম হইতে মাইলাবো গ্রামে যাতায়াতের জন্য ২১০ফিট এর একটি বাঁশের ব্রীজ তৈরির মাধ্যমে যাতায়াতের দুর্ভোগের দিন শেষ হল হরিণা গ্রামবাসীর।
জানা যায়, হরিণা গ্রামের জন্মলগ্ন থেকে এই গ্রামটি আশেপাশের গ্রামগুলো থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন একটি গ্রাম। বর্ষার মৌসুমে এই গ্রামটির যাতায়াত ব্যবস্থা সবচেয়ে বেশি খারাপ হয়ে যায়। তখন চারদিকে শুধু পানি আর পানি থাকে। তখন এই এলাকাটি দেখতে একটি ছোটখাটো দ্বীপের মতই মনে হয়।
হরিণা গ্রামের পাশেই অবস্থিত মাইলাবো গ্রাম তবে এই দুটি গ্রামের মাঝখানে মোটামুটি বেশবড় একটি খাল থাকায় যাতায়াত করতে হলে নৌকা ব্যবহার করতে হত। হরিণা গ্রামে কোন স্কুল- কলেজ, মসজিদ মাদ্রাসা , হাসপাতাল , হাঁট বাঁজার না থাকায় প্রতিদিন নৌকায় করে পাশের গ্রাম মাইলাবো তে গিয়ে তাদের নিত্যদিনের কাজ সারতে হত। গ্রামটির জন্মলগ্ন থেকে এ পর্যন্ত খালটির উপর কোন ধরনের ব্রীজ বা সেতু তৈরি করা হয়নি। যার কারণে হরিণা গ্রামের প্রায় ৪ থেকে ৫ হাজার মানুষের মাইলাবো গ্রামে যাতায়াতের জন্য দুর্ভোগ পোহাতে হত। অবশেষে উপজেলার সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) এমপি এর অর্থায়নে ২টি গ্রামের মাঝেখানের খালটির উপর একটি বাঁশের ব্রীজ তৈরি করা হয়েছে যা ২১০ফিট লম্বা। এই ব্রীজটি তৈরির পর হরিণা গ্রামের লোকজনের যাতায়াতের ভোগান্তি অনেকটা লাগব হয়েছে। এছাড়া কায়েতপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেম্বার মোঃ ওমর ফারুক এর তত্ত্বাবধানে মাঝিনা সুচিরপাড় জামে মসজিদ ও মাঝিনা হিন্দু পল্লী কোটাপাড়া এলাকায় একটি করে সাবমারসিবল পাম্প স্থাপন করা হয়। পাশাপাশি ইছাখালী গ্রামে প্রায় ৪-৫হাজার লোকের বাড়িতে পানি সরবরাহের জন্য নিজস্ব অর্থায়নে পাইপ বিতরণ করা হয়েছে। এর ফলে স্থানীয় এলাকাবাসী এমপি গাজীর উপর অনেকটা সন্তুষ্ট। তারা জানান এমপি গোলাম দস্তগীর গাজী ৪নং ওয়ার্ডের ব্যাপক উন্নয়নমূলক কাজ সম্পন্ন করেছেন। আগামীতে তারা গোলাম দস্তগীর গাজীকেই রূপগঞ্জের সংসদ সদস্য হিসেবে দেখতে চান।
৪নং ওয়ার্ডের মেম্বার মোঃ ওমর ফারুক বলেন “এমপি গোলাম দস্তগীর গাজী এর নির্দেশমত আমি আমার ওয়ার্ড এর অনেক উন্নয়নমূলক কাজ সম্পন্ন করেছি। যা আপনারা এলাকাবাসীর মুখ থেকেই শুনবেন। এমপি গাজী বাজেটের বাহিরেও নিজস্ব অর্থায়নে আমার এলাকার অনেক গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজ করে দিয়েছেন। আমি মনে করি আগামী নির্বাচনে গোলাম দস্তগীর গাজী সাহেবের জনপ্রিয়তার কাছে যেকেউ হার মানবেন”