নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকাকে নির্বাচনী এলাকা সোনারগাঁ ছাড়ার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন। আগামী ২৫ মার্চের মধ্যে তাকে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়।
গতকাল সোমবার রাতে নির্বাচন কমিশনের উপ-সচিব নির্বাচন পরিচালনা-২ মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেওয়া হয়। চিঠিতে বলা হয়েছে সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে একজন প্রার্থীর পক্ষে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকাকে আচরণ বিধি লঙ্ঘন করে নির্বাচনী প্রচারণা অংশগ্রহনসহ নির্বাচনী বিভিন্ন কাজে অংশ গ্রহনের অভিযোগ পাওয়া যায়।
নারায়ণগঞ্জের পাঁচটি উপজেলার মধ্যে আগামী ৩১ মার্চ সোনারগাঁও, রূপগঞ্জ ও আড়াইহাজার এই তিনটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। আইনি জটিলতার কারণে নারায়ণগঞ্জ সদর এবং বন্দর উপজেলার নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও জেলা রির্টানিং অফিসার রাব্বী মিয়া।