আজ রবিবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

এবার ক্ষমতায় গেলে কোন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন বাদ থাকবে না : এমপি গাজী

নবকুমার:নারায়ণগঞ্জ -১ আসনের সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, এবার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় গেলে কোন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন বাদ থাকবে না। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশের শিক্ষা খাতে বিপ্লব ঘটেছে। শিক্ষার মান বৃদ্ধি পেয়েছে।

শুক্রবার রূপগঞ্জ উপজেলার রূপসী নিউ মডেল কিন্ডার গার্ডেন স্কুলের প্রাথমিক সমাপনি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

গোলাম দস্তগীর গাজী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে উচ্চ শিক্ষার জন্য সামনের দিকে এগিয়ে যাবে।

তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, আপনারা শিশুদেরকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস শিখাবেন। কোন ষড়যন্ত্র কারীদের ফাদে পা দেবেন না। আপনাদের উপর নির্ভর করছে বাঙালি জাতির ভবিষ্যৎ।

রূপসী নিউ মডেল কিন্ডার গার্ডেন স্কুলের নতুন ভবন নির্মান করে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন গোলাম দস্তগীর গাজী।

দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে রূপগঞ্জ বাসিকে নৌকায় ভোট দেয়ার আহবান জানান তিনি।

রূপসী নিউ মডেল কিন্ডার গার্ডেন স্কুলের সভাপতি তারাব পৌর মেয়র হাছিনার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মানজারী আলম টুটুল,আওয়ামী লীগ নেতা আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, রূপসী নিউ মডেল কিন্ডার গার্ডেন স্কুলের প্রধান শিক্ষক রুহুল আমিন শিকদার, সহকারি প্রধান শিক্ষক হারুন অর রশীদ, খোরশেদ আলম, উপদেষ্টা ইকবাল হোসেন প্রমুখ।

সর্বশেষ সংবাদ