আজ সোমবার, ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

এবার কে হচ্ছেন না.গঞ্জে সংরক্ষিত মহিলা আসনের এমপি

এবার কে হচ্ছেন না.গঞ্জে


সংবাদচর্চা রিপোর্ট
একাদশ জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ শেষে সাধারণ ৩০০ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন । নির্বাচনে নারায়ণগঞ্জের ৫ টি আসনে আওয়ামীলীগ নেতৃত্বধীন মহাজোটের প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।

এবার নারায়ণঞ্জে সংরক্ষিত মহিলা আসনে কে হচ্ছেন সংসদ সদস্য এ নিয়ে চলছে সর্বত্র জল্পনা কল্পনা। শহরের প্রতিটি এলাকায় সাধারন মানুষের আড্ডায়, চায়ের দোকানে, রাজনৈতিক মহলে, সুশীল সমাজের ব্যক্তিদের আলোচনায় কয়েক জনের নাম শোনা যাচ্ছে।

জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত এমপিরা সংরক্ষিত মহিলা আসনের এমপি নির্বাচিত করে থাকেন। নারায়ণগঞ্জের ৫ টি আসনের মধ্যে ৩টি তে আওয়ামীলীগ ও ২ টিতে জাতীয় পার্টির সংসদ সদস্য রয়েছে। জানা গেছে নারায়ণগঞ্জে জাতীয় পার্টির এমপিরা জাতীয় পার্টির কোন এক নেত্রী কে সমর্থন দেবেন। আর আওয়ামী লীগের এমপিরা আওয়ামী লীগের কোন এক নেত্রী কে সমর্থন করবেন।

মহিলা আসনের এমপি নির্বাচন নিয়ে নারায়ণগঞ্জের এমপিদের মধ্যে স্নায়ু যুদ্ধ শুরু হয়ে গেছে। তবে জাপার চেয়ে আওয়ামীলীগের প্রার্থীরাই এগিয়ে থাকবেন এখানে। আর মহিলা আসনের এমপি নির্বাচনের ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের কে মনোনয়ন দেবেন যারা দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন এবং যাদের পারিবারিক ভাবে রাজনৈতিক পরিচয় রয়েছে। জাতীয় পার্টির ক্ষেত্রেও একই অবস্থা।

নারায়ণগঞ্জে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের যে সকল প্রার্থী সাধারণ আসনে প্রতিদ্ব›দ্বীতা করতে চেয়ে ছিলেন কিন্তু দলীয় মনোনয়ন পান নাই সেই সকল নেত্রী বা নেতার স্ত্রী সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন পেতে পারেন।

জানা গেছে, একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন বর্তমান সংসদ সদস্য হোসনে আরা বাবলী, জাতীয় পার্টির চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ এরশাদের পালিত কন্যা নারী নেত্রী অনন্যা হোসেন মৌসুমী, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি বাদলের স্ত্রী মহিলা কলেজের সাবেক ভিপি নাহিদা বেগম, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য নাসিম ওসমানের স্ত্রী পারভিন ওসমান, নারায়ণগঞ্জ জেলা মহিলা লীগের সভাপতি প্রফেসর শিরিন বেগম, ইসরাত জাহান স্মৃতি, লিপি ওসমান। তবে ওসমান পরিবার থেকে মহিলা আসনের এমপি না দেয়ার সম্ভাবনাই বেশি রয়েছে।

বর্তমান সংসদ সদস্য হোসনে আরা বাবলী ফের বহাল থাকার সম্ভাবনা বেশি । তবে বাবলী ছাড়াও এগিয়ে থাকবেন জাতীয় পার্টির অনন্যা হোসেন মৌসুমী ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ভিপি বাদলের স্ত্রী নাহিদা বেগম , সোনারগাঁয়ে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত কায়সারের স্ত্রী ।
উল্লেখ্য জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন ৫০টি।

স্পন্সরেড আর্টিকেলঃ