আজ রবিবার, ১৪ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

এটিএম কামালের ছেলে মুজতবা আটক

এটিএম কামালের

সংবাদচর্চা রিপোর্ট:

নারায়ণগঞ্জের মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালের বাসায় তল্লাশির সময়ে তার ছেলে নাহিন মুজতবা সোহানকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৪ ডিসেম্বর) রাতে তাকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান চালায় ডিবি পুলিশ ও জেলা পুলিশের সম্মিলিত দল। এই সময়ে পুলিশ শহরের মিশনপাড়া এলাকায় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালের বাসায় তল্লাশির করে। সেই সময়ে কামালকে না তার একমাত্র ছেলে আটক করে পুলিশ।

এছাড়া শহরের নলুয়া এলাকাতে সাবেক ছাত্রদল নেতা এম এইচ মামুনের বাসায়ও অভিযান চালায় পুলিশ। তবে এ সময় তিনি বাড়িতে না থাকলেও পুলিশ তার বাসায় তল্লাশি চালিয়েছে।

এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, নাশকতা রোধে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন এলাকায় সন্দেহভাজন ও অভিযুক্ত ব্যক্তিদের বাড়িতে অভিযান চলছে। সোহানসহ আটকদের জিজ্ঞাসাবাদ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আটক সোহানের বাবা নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সেক্রেটারি এটিএম কামাল বলেন, আমাকে না পেয়ে আনার নিরীহ ছেলেকে পুলিশ তুলে নিয়ে গেছে। ওর মাস্টার্স পরীক্ষা চলছে। আশা করছি পুলিশ তাকে ছেড়ে দেবে।

নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন নাগরিক ঐক্যের উপদেষ্টা এস এম আকরাম। এস এম আকরামের নির্বাচন পরিচালনা কমিটি প্রণয়নের দায়িত্ব পালন করছেন এ টি এম কামাল।