নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, নারায়ণগঞ্জ নিয়ে কেউ খেলতে আসবেন না৷ নারায়ণগঞ্জ আওয়ামী লীগে যারা খোঁচা দিচ্ছেন তাদের নারায়ণগঞ্জ সম্পর্কে কোন ধারণাই নাই৷ আমি শামীম ওসমান আপোস করবো না, কাউকে ছাড় দেবো না৷’। এখন পুলিশ, ডাক্তার সবাই আওয়ামী লীগ হয়ে গেছে ১৯৭৫ সালের ১৫ আগস্টের মতো ঘটনা এখনও ঘটতে পারে।
শনিবার (৩১ আগস্ট ) দুপুরে শহরের খানপুর এলাকায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) উদোগে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্বাধীনতা চিকিৎসা পরিষদের (স্বাচিপ) জেলা শাখার সভাপতি ডা. চৌধুরী ইকবাল বাহারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ, নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবু জাহের, স্বাচিপের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. এম ইকবাল আর্সলান, মহাসচিব ডা. এমএ আজিজ প্রমুখ।