আজ রবিবার, ১৪ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

এখনো পাকিস্তান জঙ্গিদের আশ্রয় দিচ্ছে’

অনলাইন রিপোর্ট:

পাকিস্তান তাদের ভূখণ্ডে এখনো সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে যাচ্ছে। সম্প্রতি এমন মন্তব্য করেছে জাতিসংঘের নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হ্যালি এ মন্তব্য করেছেন। খবর এনডিটিভির।

তিনি বলেন, ‘পাকিস্তানের আশ্রিত সন্ত্রাসীরা হামলা চালিয়ে আমেরিকার সেনাদের হত্যা করছে।’

‘সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ না করলে পাকিস্তানকে কানাকড়ি ডলার দেওয়াও উচিৎ না আমেরিকার। আমেরিকার এমন কোন দেশকে টাকা দেওয়া উচিৎ না যেসব দেশ উল্টো আমেরিকার ক্ষতি করে,’ ‘দ্য আটলান্টিক’ মেগাজিনকে এসব কথা বলেন নিকি।

তিনি আরও বলেন আমরা যেসব দেশকে একবার পার্টনার হিসেবে বেছে নিই, তার পিছনে চোখ বন্ধ করে অর্থ খরচ করি। এর উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে পাকিস্তান। পাকিস্তানের পিছনে আমরা বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার খরচ করেছি কিন্তু পাকিস্তান উল্টো সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে আমাদের দেশের সেনাদের হামলা চালিয়ে মেরেছে।