আজ শনিবার, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে হবে: হাছিনা গাজী

নবকুমার:

বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সহধর্মীণী তারাব পৌর সভার মেয়র হাছিনা গাজী বলেছেন, সু শিক্ষা ছাড়া কোন জাতির উন্নয়ন সম্ভব নয়। আমাদের  একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে হবে।

শুক্রবার (১৯ এ‌প্রিল) বি‌কে‌লে  রূপগঞ্জ উপ‌জেলার ‌বাগ‌বের এলাকায় হাজী মোহাম্মদ ই‌দ্রিস আলী কিন্ডার গা‌র্টেন স্কু‌লের বা‌র্ষিক ক্রীড়া প্র‌তি‌যোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে শিক্ষা ক্ষেত্রে বিপ্লব ঘটেছে। শিক্ষা বৈষম্য দূর হয়েছে। ছেলে মেয়েরা বিনামূল্যে বই পাচ্ছে। শিক্ষার মান বৃদ্ধি পেয়েছে।

হাছিনা গাজী বলেন, রূপগঞ্জের প্রত্যেকটা স্কুল কলেজে নতুন ভবন নির্মান হয়েছে। স্থাপন করা হয়েছে মাল্টিমিডিয়া ক্লাস রুম। বিকাশিত হয়েছে বহুমুখী শিক্ষা।

তিনি বলেন, মাদক সন্ত্রাস থেকে যুব সমাজ কে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। বঙ্গবন্ধুর কন্যা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে । রূপগঞ্জে কোন মাদক সন্ত্রাসীর স্থান হবে না।

এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ ইউ‌নিয়ন আওয়ামী লী‌গের সভাপ‌তি ম‌শিউর রহমান তা‌রেক, আওয়ামী লীগ নেতা ওবায়দুল ম‌জিদ জু‌য়েল মাষ্টার, এড‌ভো‌কেট ক‌বির হো‌সেন , আব্দুল আলীম সরকার, রূপগঞ্জ ইউ‌নিয়ন প‌রিষ‌দের সা‌বেক সদস্য ওমর ফারুক, পূর্বাচল প্রি-ক্যা‌ডেট স্কু‌লের প্র‌তিষ্ঠাতা আব্দুল্লাহ আল মামুন, হাজী মোহাম্মদ ই‌দ্রিস আলী কিন্ডার গা‌র্টেন স্কু‌লের ম্যা‌নে‌জিং ক‌মি‌টির সদস্য এড‌ভো‌কেট শুক্কুর মাহমুদ ,রূপগঞ্জ উপ‌জেলা যুবলী‌গের সহ সভাপ‌তি রমজান হো‌সেন,  রূপগঞ্জ ইউ‌নিয়ন যুবলী‌গের সভাপ‌তি ম‌ুশফিকুর রহমান রিপন প্রমুখ

 

স্পন্সরেড আর্টিকেলঃ