আজ শনিবার, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

একুশে পদক পাচ্ছেন রূপগঞ্জের কৃতি সন্তান মিজানুর রহমান

সংবাদ বিজ্ঞপ্তি
নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলার কৃতি সন্তান পিএইপপি গ্রুপের সুফী মিজানুর রহমান একুশে পদকের জন্য মনোনিত হয়েছেন। সমাজসেবায় অবদানের স্বীকৃতি হিসেবে আগামী ২০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর হাতে এ সম্মাননা তুলে দেবেন।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. ফায়জুর রহমান ফারুকী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, পিএইচপি গ্রুপের সুফী মিজানুর রহমান ১৯৪৩ সালের ১২ মার্চ নারায়ণগঞ্জ জেলায় রূপগঞ্জ উপজেলার কাঞ্চন গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা মরহুম সুফি মুহাম্মদ দায়েম উদ্দিন। মাতা রাহেতুন্নেছা। গ্রামের পাঠশালায় তাঁর প্রাথমিক শিক্ষাজীবন শুরু হয়। গ্রামেরই শিক্ষা প্রতিষ্ঠান ভারত চন্দ্র স্কুল থেকে ১৯৬১ সালে মাধ্যমিক পাস করেন। ১৯৬৩ সালে উচ্চ মাধ্যমিক শ্রেণিতে ভর্তি হন নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে। পরবর্তী সময়ে ওই কলেজে বি.কম ক্লাসে ভর্তি হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক পাশ করেন।

১৯৮৬ সালে ঢাকায় ঢেউটিনের কারখানা প্রতিষ্ঠা করেন এবং তার কারখানায় উৎপাদিত ‘পিএইচপি রানী মার্কা ঢেউটিন’ ব্যপক পরিচিতি লাভ করে। বর্তমানে পিএইচপি গ্রুপের শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা ২৯টি। ব্যক্তিজীবনে সাত ছেলে এক মেয়ের পিতা সুফি মিজানুর রহমান। তার স্ত্রীর নাম তাহমিনা রহমান।

এসএমআর

সর্বশেষ সংবাদ