সংবাদচর্চা রিপোর্ট:
অমর একুশে গ্রন্থ মেলা ২০১৯ এ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এড.তৈমূর আলম খন্দকারের দুটি বই প্রকাশিত হচ্ছে। বই দুটি লেখার কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। বই দুটি হলো ১.মিথ্যার কাছে জাতি পরাজিত। ২ নিশি রাত্রির দ্বিপ্রহর।
এ ছাড়া তৈমূর আলম খন্দকার “মীরজাফর যুগে যুগে” “সময়-অসময়” ও “রাজনীতির ভগ্নাংশ” নামে তিন টি বই প্রকাশিত হয়েছে। যা এবার মেলার ৫৬২নং স্টলে পাওয়া যাবে।