আজ বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

একাত্তরের চেয়েও ভয়ঙ্কর শিক্ষা দেব পাকিস্তানকে

ভারতের জম্মু-কাশ্মীরে বিশৃঙ্খলা ছড়ানোর চেষ্টা করলে পাকিস্তানকে সমুচিত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ভারতীয় সেনাবাহিনীর চিনার কর্পসের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কে জি এস ধিলোঁ।

তিনি বলেন, ‘ভারতীয় সেনার পক্ষ থেকে বলছি, ১৯৭১ সালের চেয়েও ভয়ংকর শিক্ষা দেব। বলে রাখি, ১৯৭১ সালে ৯৩ হাজার পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করেছিল। তৈরি হয়েছিল বাংলাদেশ।’

বুধবার (৪ সেপ্টেম্বর)  এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন লেফটেন্যান্ট জেনারেল কে জি এস ধিলোঁ। চিনার কর্পসের প্রকাশ করা এক ভিডিওবার্তায় এ খবর পাওয়া গেছে। ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ এ তথ্য জানিয়েছে।

সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট জেনারেল ধিলোঁ আরো বলেন, ‘পাকিস্তান বিশৃঙ্খলা ছড়ানোর চেষ্টা করলে এমন শিক্ষা দেওয়া হবে যে তাদের আগামী প্রজন্ম ভুলতে পারবে না।’