আজ মঙ্গলবার, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

একসময় তারা বলতো বিএনপি আর করব না:দীপু ভুঁইয়া

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, আমি কখনও যুদ্ধের ময়দান ছেড়ে যাইনি। এই সতেরো বছরে আমি আপনাদের পাশে ছিলাম। রূপগঞ্জের অনেক নেতা স্যুট টাই পড়ে ঘুরেছে। কচ্ছপের মত তারা একবার মাথা বের করে আরেকবার মাথা ভেতরে ঢোকায়, একবার বলে ব্যবসা খারাপ আবার বলে ব্যবসা ভাল।

বুধবার ( ২ অক্টোবর) রূপগঞ্জের গোলাকান্দাইলে জাসাসের নেতাকর্মীদের উদ্দেশ্যে একথা বলেন তিনি।

তিনি আরও বলেন, একসময় তারা বলত বিএনপি আর করব না বিএনপি ক্ষমতায় আসবে না, এমন অনেক লোক দেখেছি। আমি দিপু ভূঁইয়া সেসময়ও ছিলাম, ভবিষ্যতেও থাকবো।

তিনি বলেন, আমি সত্যিই ভাগ্যবান। অনেক জেলায়ও জাসাসের এত নেতাকর্মী নেই আমার এই রূপগঞ্জে আজ যত নেতাকর্মী এসেছে। এখানে বৃদ্ধও আছে তরুণ কিশোররাও আছে। তাই আমি নিজেকে ভাগ্যবান মনে করি।

সর্বশেষ সংবাদ