আজ মঙ্গলবার, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সেলিম ওসমানের একনায়কতন্ত্রের বহিঃপ্রকাশ!

একনায়কতন্ত্রের বহিঃপ্রকাশ!

একনায়কতন্ত্রের বহিঃপ্রকাশ!

সংবাদচর্চা রিপোর্ট:
একাদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই গরম হতে শুরু করছে নারায়ণগঞ্জ ৫ আসন। সদর বন্দর নিয়ে নারায়ণগঞ্জ ৫ আসন গঠিত। এখানে বর্তমান এমপি জাতীয় পার্টির সেলিম ওসমান। নির্বাচনে অংশ নিতে এখানে প্রায় একডজন প্রার্থী রয়েছে। প্রার্থীরা পোস্টারের মাধ্যমে তাদের অবস্থানের জানান দিচ্ছে ।

অধিকাংশ প্রার্থী বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে নিজের প্রার্থী প্রচার করছে দলের হাইকমান্ডের কাছে। কিন্তু সেই পোস্টার দেখে গা জ্বলে সেলিম ওসমানের। তিনি নারায়ণগঞ্জ ৫ আসনে অন্য প্রার্থী দেখতে চান না।

গতকাল বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেলিম ওসমান বলেন, আরে বাপরে বাপ! রঙিন পোস্টারে ভইরা ফালাইছে। কই সেলিম ওসমানের কোন পোস্টার আপনারা দেখছেন? একটা পোস্টারের টাকায় একটা এতিমের সারাদিনের খাবার হয়ে যায়। লজ্জা করে না পোস্টার লাগাতে?

সেলিম ওসমান বলেন, এতো ব্যানার, এতো পোস্টার। এখন সিটি কর্পোরেশন কিছু বলে না কেন? ইলেকশনের নিয়মনীতি অনুযায়ী তো আপনি পোস্টারই বানাতে পারবেন না।’

গত নির্বাচনে আওয়ামীলীগ জাতীয় জাতীয় পার্টিকে নারায়গঞ্জ ৫ আসন ছেড়ে দেয়। এবার জাপাকে ছেড়ে দিতে নারাজ তৃণমূল আওয়ামী লীগ।

নারায়ণগঞ্জ ৫ আসনে আওয়ামীলীগ থেকে যারা মনোনয়ন প্রত্যাশী তারা হলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এড.আনিসুর রহমান দিপু, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা,

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাদির, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, আরজু ভুইয়া, শ্রমিক লীগ নেতা শুক্কুর মাহমুদ। জাতীয় পার্টি থেকে পারভীন ওসমান, বর্তমান এমপি সেলিম ওসমান। বিএনপি থেকে এড.সাখাওয়াত হোসেন, শাহা আলম, কাউন্সিলর মাসুদুল আলম খন্দকার। কোন প্রার্থীই কাউকে ছাড় দিতে নারাজ । সবাই শেষ পর্যন্ত লড়াই করে যাবেন।

বাংলাদেশ গণতান্ত্রিক দেশ । বিভিন্ন দল বা দলের প্রার্থী ব্যানার ফেসটুনের মাধ্যমে তাদের মতামত জনগণের সামনে তুলে ধরবে। জনগণ যেটা ভালো মনে করবে সেটাই গ্রহন করবে। কিন্তু সেলিম ওসমান অন্য প্রার্থীদের পোস্টার দেখে নীতি কথা শুনালেন। যা গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে বড় বাধা । একনায়ক তন্ত্র প্রতিষ্ঠার পূর্বাভাস। সেলিম ওসমান চান না তিনি বাদে অন্য কেউ নারায়ণগঞ্জ ৫ আসনে এমপি নির্বাচিত হোক।

একাধিক আওয়ামী লীগ নেতা জানান, সেলিম ওসমান আওয়ামী লীগের কেউ না । উনি সদর-বন্দরে একনায়ক তন্ত্র কায়েম করতে চায়। যার বহিঃপ্রকাশ করেছে মনোনয়ন প্রত্যাশীদের পোস্টার নিয়ে বিরুপ মন্তব্য করে। অন্য প্রার্থীদের পোস্টার দেখলে তার গাঁ জ্বালে