আজ রবিবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

‘একটি বাড়ি একটি খামার প্রকল্প থাকছে না’

ঢাকা :  ২০২১ সালের পর ‘একটি বাড়ি একটি খামার প্রকল্প’ আর থাকছে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের পল্লী সঞ্চয় ব্যাংকের অনলাইন ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, সারাদেশের মানুষকে একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। তবে এখনও সবাই এ প্রকল্পের আওতায় আসেনি। আশা করা হচ্ছে ২০২১ সালের মধ্যে সবাই ‘একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় আসবে। তখন এ প্রকল্পের আর প্রয়োজন হবে না। অর্থাৎ ২০২০-২০২১ অর্থবছরে এ প্রকল্প আর থাকবে না। তখন একটি বাড়ি একটি খামার প্রকল্পের কার্যক্রম পল্লী সঞ্চয় ব্যাংকের মাধ্যমে চলবে।

সর্বশেষ সংবাদ