আজ বুধবার, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

“এই লম্বুটা কে”

নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জ- ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, আমি যখন তোলারাম কলেজে প্রথম বর্ষে পড়াশুনা করি তখনও কেউ জানতো না আমি সামসুজ্জোহার সন্তান। যখন খেলাধূলা শুরু করি তখন অনেকেই প্রশ্ন করতো ‘লম্বুটা আবার কে’। কারণ পরিচয় দেয়াটা আমার বাবার সম্পূর্ণ নিষেধ ছিলো। গতকাল বিকেলে ইসদাইরের ওসমানী পৌর স্টেডিয়ামে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলার আগে সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি খেলাধূলা মানুষকে সুন্দর রাখে। কলেজে যখন পড়তাম এই খেলাধূলা দিয়েই আমার শুরু হয়েছে। খেলাধুলা মানুষের মনোবল বৃদ্ধি করে, মাদক থেকে দূরে রাখে। তাই পড়াশোনার পাশাপাশি খেলাধূলায়ও মনোযাগ দিতে হবে। তিনি আরও বলেন, গ্রামগঞ্জে অনেক মেধাবী রয়েছে যারা সুযোগ পায়না। তাদেরকে এই টুর্নামেন্টের মাধ্যেমে খুজেঁ বের করা একটি উদ্দেশ্যে। একটা সময় এই দেশকে অনেকেই চিনতো না। কিন্তু বর্তমানে ক্রিকেটের জন্য বিশ্বের যেকোন দেশই বাংলাদেশকে চিনে এবং জানে। আমি আশা করি এভাবে একদিন আমরা ফুটবলেও দাঁড়াবো।

সর্বশেষ সংবাদ