নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ: মুক্তিযোদ্ধা দিবসে মুক্তিযোদ্ধাদের বাড়ি বাড়ি গিয়ে ফুল ও উপহার প্রদান করে উদাহরণ সৃষ্টি করলেন নারায়ণগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনিম জেবিন বিনতে শেখ। গতকাল ১ ডিসেম্বর ছিল মুক্তিযোদ্ধা দিবস। এ উপলক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনিম জেবিন বিনতে শেখ সিদ্ধিরগঞ্জের গোদনাইলে তিনজন মুক্তিযোদ্ধার বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানান। এসময় তার সঙ্গে উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিরুল হক ও সমাজসেবা কর্মকর্তা মিয়া ফিরোজ আহমেদ খান ছিলেন। তাসনিম জেবিন প্রথমে যান মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মোল্লার বাড়িতে। সেখানে তিনি মহিউদ্দিন মোল্লার হাতে প্রথমে পুস্পস্তবক, সম্মাননা পত্র এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দেন। এরপর তিনি জয়নাল আবেদীন ও আবদুল মতিনের বাড়িতে যান এবং তাদের হাতেও উপহার তুলে দেন। একাত্তরে এই তিন মুক্তিযোদ্ধা নারায়ণগঞ্জের অন্যতম বড় অপারেশন ফতুল্লা রেলসেতু ধ্বংস করার অপারেশনে অংশ নিয়েছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার হাত থেকে নিজ বাড়ির আঙ্গিনায় দাড়িয়ে সম্মাননা পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন মুক্তিযোদ্ধারা। তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান ভূইয়া জুলহাসসহ বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন। মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাসনিম জেবিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে জাতির বীর সন্তান মুক্তিযোদ্ধাদের জন্য অনেক সুযোগ-সুবিধা ও সন্মান দিচ্ছেন। মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধিসহ অনেক কল্যানমুলক প্রকল্প হাতে নিয়েছেন। তিনি মুক্তিযোদ্ধাদের বীরত্বের কাহিনী নতুন প্রজন্মের কাছে প্রচার করার জন্য সবার প্রতি আহবান জানান।