সংবাদচর্চা রিপোর্ট:
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আজ ১৭ মার্চ রবিবার নির্বাচনী সভা ও গণসংযোগ করা হয়েছে। রূপগঞ্জ দক্ষিণ নবগ্রামে আয়োজিত এ নির্বাচনী সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মশিউর রহমান তারেক।
সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ শাহজাহান ভুঁইয়া, ভাইস চেয়ারম্যান প্রার্থী সরকারি মুড়াপাড়া কলেজ ছাত্র সংসদের ভিপি শাহরিয়ার পান্না সোহেল, ইউসুফগঞ্জ স্কুল এন্ড কলেজের সভাপতি ও দুইবারের নির্বাচিত ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের নেতা আব্দুল আজিজ, মোঃ সালাউদ্দিন ভুঁইয়া, সাহাবুদ্দিন ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ রমজান আলী, যুবলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন, আব্দুল মতিন, হাজী মমিন উদ্দিন বেপারী ও হাজী গোলাম রসুল প্রমুখ। গণসংযোগে তারা বলেন, আওয়ামীলীগ সরকারের আমলে রূপগঞ্জের ভুলতা ফ্লাইওভার, শীতলক্ষ্যার মুড়াপাড়া সেতু, মুড়াপাড়া পাইলট স্কুল ও মুড়াপাড়া কলেজ সরকারিকরণ, সড়ক, সেতু, কালভাট নির্মাণ, বিদ্যুৎ সংযোগসহ তিন হাজার দুই শত কোটি টাকার উন্নয়ন দৃশ্যমান। দুইবারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহজাহান ভুঁইয়া একজন দক্ষ সংগঠক, পরীক্ষিত ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ, দানবীর, সততা ও দুর্ণীতিমুক্ত থাকায় দলের ত্যাগী ও প্রবীণ কর্মীরা তাঁর পক্ষেই কাজ করছেন। রূপগঞ্জের উন্নয়নের ধারা অব্যহত রাখতে আবারো নৌকাকেই জয়ী করতে হবে।
পরে রূপগঞ্জ, দক্ষিণ নবগ্রাম, মুশুরী, দক্ষিণবাগ, বাঘবের, আলমপুর, ইউসুফগঞ্জ, নীলা মার্কেট সহ পূর্বাচল উপশহরের আশপাশের এলাকায় নৌকার পক্ষে তারা গণসংযোগ করেন।