নবকুমার:
আসন্ন রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তারাব পৌর সভার মেয়র হাছিনা গাজী। তিনি রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। নৌকার পক্ষে ভোট চাচ্ছেন।
গতকাল রূপগঞ্জ উপজেলার চনপাড়া ইউনিয়নে দিন ব্যাপী বিভিন্ন ওয়ার্ডে নৌকার পক্ষে গণসংযোগ করেছেন। গণসংযোগে শত শত মানুষের ঢল নামে।
গণসংযোগ শেষে আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে হাছিনা গাজী বলেন, নৌকা উন্নয়ন এবং স্বাধীনতার প্রতীক। নৌকা হারলে শেখ হাসিনা হেরে যাবে। কেউ নৌকার সাথে বেইমানী করবেন না । একটি চক্র নির্বাচন কে প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্র করছে। ওদের ষড়যন্ত্র ব্যালটের মাধ্যমে রুখে দিতে হবে। তিনি বলেন, নির্বাচন অবাধ নিরপেক্ষ হবে। কোন প্রকার সংহিসতা চলবে না।
এসময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান ভুঁইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সৈয়দা ফেরদৌসী আলম নীলা, ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহরিয়ার পান্না সোহেল, চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ জাহেদ আলী, মহিলা মেম্বার বিউটি আক্তার কুট্টি, আওয়ামীলীগ নেতা মতিউর রহমান আকন্দ, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাহাবুবুর রহমান মেহের, সাধারন সম্পাদক মোহাম্মদ নাঈম ভুঁইয়া, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি সেলিনা আক্তার রিতা প্রমুখ।