নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, উপজেলা নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করতে নারায়ণগঞ্জ জেলা পুলিশ প্রস্তুত রয়েছে। নির্বাচনে কোন অবৈধ তদবির গ্রহণ করা হবে না। যারা ভোট কেন্দ্রে অরাজকতা সৃষ্টি করবে তাদেরকে বিন্দু মাত্র ছাড় দেয়া হবে না।
রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ে রূপগঞ্জ আড়াইহাজার সোনারগাঁ উপজেলা নির্বাচন উপলক্ষে প্রাথী ও আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাব্বী মিয়া সহ রুপগঞ্জ, সোনারগা এবং আড়াইহাজার উপজেলা পরিষদের নির্বাচনি প্রার্থীসহ ও নির্বাচন সংশ্লিষ্ট সকল আইন- শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাবৃন্দ ।