আজ সোমবার, ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

উন্নয়ন দেখে জনগণ নৌকায় ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে: এমপি গাজী

উন্নয়ন দেখে জনগণ

উন্নয়ন দেখে জনগণনবকুমার:

নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি গোলাম দস্তগীর (গাজী বীর প্রতীক) বলেছেন, বাংলার জনগণ আওয়ামী লীগ সরকারের উন্নয়ন দেখে নৌকায় ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমার দৃঢ় বিশ্বাস আগামী নির্বাচনে রূপগঞ্জে নৌকা বিপুল ভোটে জয়লাভ করবে।

বুধবার দুপুরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে রূপগঞ্জ উপজেলা রির্টানিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র  দাখিল শেষে গোলাম দস্তগীর গাজী সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, জনগণ আগামী নির্বাচনে আগুন সন্ত্রাসীদের ব্যালটের মাধ্যমে বর্জন করবে। যারা বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়েছে তাদের ভোট চাওয়ার কোন অধিকার নেই।

গোলাম দস্তগীর গাজী বলেন, নৌকার বিজয়ে কোন ভেদাবেদ থাকবে না। মনোনয়নের পর্ব শেষ হলে সবাই নৌকার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। তখন কোন গ্রুপিং থাকবে না।

এসময় উপস্থিত ছিলেন,আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এড.আনিছুর রহমান দীপু, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসনাত শহীদ বাদল,রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, সহ সভাপতি ইঞ্জি.শেখ সাইফুল ইসলাম,প্রচার সম্পাদক মানজেরী আলম টুটুল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন,সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন,তারাব পৌর আওয়ামীলীগের সভাপতি মোফাজ্জল হোসেন প্রমুখ।