আজ শনিবার, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

উন্নয়ন ও সচেতনতার শিক্ষা পরিবার থেকে নিতে হবে: মুন্না খাঁন

আল-আমিন মিন্টু:
উন্নয়ন ও সচেতনতার শিক্ষা পরিবার থেকে নিতে হবে। সুস্থদেহও সুন্দর মন-মানসিকতা গঠনে মাদকমুক্ত থাকা আবশ্যক। আমার সন্তান, আমার ছোট-ভাই বোন কখন কি করছেন, কাদের সাথে মিসছেন খোঁজ খবর রাখতে হবে। তাদেরকে সুন্দর মানুষ হওয়ার স্বার্থে পরিবারের সবাইকে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন দৈনিক সংবাদচর্চার সম্পাদক ও প্রকাশক মুন্না খাঁন।

শুক্রবার বিকালে নারায়ণগঞ্জের কিল্লার পুল এলাকার বিবি মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয়ে মানব কল্যান পরিষদ আয়োজিত সমাজকল্যাণমুলক কর্মকান্ডে দক্ষতা উন্নয়ন শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, মাদক বিরোধী মনোভাব থাকলেই চলবে না। মাদকের বিরুদ্ধে  সবার অবস্থান থেকে কাজ করতে হবে। আমরা যারা পত্রিকার সম্পাদক তারা সংবাদ প্রকাশ করতে পারি। কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে প্রশাসনের লোকজনের।

এম এ মান্নান ভূইয়ার সভাপতিত্বে এত উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিসার সিরাজ উদ দৌলা, সহকারী পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মোহাম্মদ সামসুল আলম,সহকারী পরিচালক সমাজসেবা অধিদপ্তর শহিদুল ইসলাম, বিবি মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিউল আলম খাঁন, পুলিশ ইন্সেপেক্টর সোনারগাঁও থানা সেলিম মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।