নবকুমার:
নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, উন্নয়নে তারাব পৌর সভা সারা দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে।তার জন্য সরকার ১০ কোটি টাকার অনুদান দিয়েছে।
গতকাল তারাব পৌর আওয়ামী লীগ ও সকল সহযোগি সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ উন্নয়ন এবং গণতন্ত্রে বিশ্বাসী। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। বেকার সমস্যা দূর হচ্ছে। রাস্তা ঘাট সেতু নির্মাণ হচ্ছে। মানুষের জীবন যাত্রার মান বৃদ্ধি পাচ্ছে।
মন্ত্রী বলেন, তারাব পৌর সভায় কোন উন্নয়ন বাদ থাকবে না। হাছিনা গাজী পৌর বাসির কল্যাণে দিনরাত কাজ করে যাচ্ছে।
গোলাম দস্তগীর গাজী বলেন, ইসলাম শান্তির ধর্ম এখানে কোন জঙ্গি মাদক সন্ত্রাসীর স্থান হবে না। সবাইকে রোজার পবিত্রতা রক্ষা করে চলতে হবে।
ইফতার মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, তারাব পৌর সভার মেয়র হাছিনা গাজী, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মানজারী আলম টুটুল, তারাব পৌর আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জল ভূইয়া, জেলা পরিষদ সদস্য মোস্তাফিজুর রহমান মোল্লা, আওয়ামী লীগ নেতা ফিরোজ ভূইয়া, ফিরোজ খান, তারাব পৌর সভার যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক জাকারিয়া মোল্লা প্রমুখ।