আজ মঙ্গলবার, ১৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

উন্নয়নের বার্তা নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে না.গঞ্জের এমপিরা, মাঠে নেই বিএনপি

উন্নয়নের বার্তা নিয়ে ভোটারদের

উন্নয়নের বার্তা নিয়ে ভোটারদের

সংবাদচর্চা রিপোর্ট : একাদশ জাতীয় সংসদ নির্বাচন চলতি বছরের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে। আগামী মাসে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষনা করবে নির্বাচন কমিশন।

ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সংসদের বিরোধী দল জাতীয় পার্টির প্রার্থী তালিকা প্রায় চূড়ান্তের পথে। যে কোন সময় তারা প্রার্থী তালিকা প্রকাশ করবেন। তবে নির্বাচনকে সামনে রেখে কোন ঠাসায় পড়েছে বিএনপি । সিদ্ধান্তহীনতায় ভুগছে দলটির নেতারা।
নারায়ণগঞ্জে বর্তমান সরকারের উন্নয়নের বার্তা নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে নৌকা এবং লাঙলের ভোট প্রার্থনা আর গণসংযো ব্যস্ত সময় পার করছেন এমপিরা।

নারায়ণগঞ্জে মোট ৫টি আসন রয়েছে। ৩টি আওয়ামী লীগ, ২টিতে জাতীয় পাটির এমপি রয়েছে।

নারায়ণগঞ্জ ১ (রূপগঞ্জ) আসনে গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে এমপি নির্বাচিত হন। এমপি নির্বাচিত হওয়ার পরে গোলাম দস্তগীর গাজী রূপগঞ্জে ব্যাপক উন্নয়ন করেছে। ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে গোলাম দস্তগীর গাজী পুনরায় দ্বিতীয় বারের মত এমপি নির্বাচিত হন। তিনি ভূলতা ফ্লাইওভার ,শীতলক্ষা সেতু, মুড়াপাড়া কালেজ এবং পাইলট উচ্চ বিদ্যালয়কে সরকারি করণ করেছেন। তৃতীয় বারের মত এমপি হওয়ার লক্ষে গোলাম দস্তগীর গাজী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে উন্নয়নের বার্তা নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ক্লান্তিহীনভাবে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করছেন। তার গণসংযোগে হাজার হাজার লোকের ঢল নামছে। জানা গেছে আগামী নির্বাচনে গোলাম দস্তগীর গাজীর দলীয় মনোনয়ন প্রায় নিশ্চিত। এদিকে রূপগঞ্জে বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকলেও তারা কেউ মাঠে নেই। জানা গেছে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড.তৈমূর আলম খন্দকার ,বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান দিপু ভূইয়া, নারায়ণগঞ্জে জেলার বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান বিএনপির মনোনয়ন প্রত্যাশী।

নারায়ণগঞ্জ-২ আসনে বর্তমান আওয়ামীলীগের এমপি আলহাজ¦ নজরুল ইসলাম বাবু বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে নৌকার পক্ষে গণসংযোগে ব্যস্ত সময় পার করছে। আড়াইহাজারে প্রচারণায় পিছিয়ে নেই আওয়ামীলীগের অন্য মনোনয়ন প্রত্যাশীরা। মাঠে রয়েছে জাতীয় পাটির যুবসংহতির সভাপতি লোটন শিকদার। এখানে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আজাদ বিভিন্ন মামলায় পালিয়ে বেড়াচ্ছে।

নারায়ণগঞ্জ-৩ আসনের জাতীয় পার্টির এমপি আলহাজ¦ লিয়াকত হোসেন খোকা উন্নয়নের বার্তা নিয়ে গণসংযোগে ব্যস্ত সময় পার করছে। এখানে জাপার বিকল্প প্রার্থী রয়েছে হুসেইন মুহাম্মদ এরশাদের পালিত কন্যা ও জাতীয় মহিলা পার্টি কেন্দ্রীয় সাধারন সম্পাদিকা অনন্যা হুসাইন মৌসুমী। প্রচারণায় পিছিয়ে নেই ক্ষমতানী আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীরাও। তবে বিএনপি মনোনয়ন প্রত্যাশী রেজাউল করিম সব বাকিরা পালিয়ে বেড়াচ্ছে।

নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামীলীগের এমপি আলহাজ¦ এ কে এম শামীম ওসমান বহুল কাঙ্খিত ডিএনডি বাঁধের উন্নয়ণ প্রকল্পের মাধ্যমে ২০ মানুষকে জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার পাশাপাশি প্রায় সাড়ে ৭ হাজার কোটি টাকার উন্নয়ণ কাজ করলেও সম্প্রতি তাঁর বিরোধীতা করে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন বিএনপির সাবেক এমপি আলহাজ¦ মুহাম্মদ গিয়াস উদ্দিন আহম্মেদ। পক্ষান্তরে শামীম ওসমানও গিয়াস উদ্দিনকে সাহস থাকলে সামনে এসে জনগণের কাছে উন্নয়ণ কর্মকান্ডের চিত্র তুলে ধরার পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে।

নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে জাতীয় পার্টির বর্তমান এমপি সেলিম ওসমান ভোটাদের কাছে বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরছেন। এখানে জাপা বিকল্প প্রার্থী পারভীন ওসমান জাপার বিকল্প প্রার্থী হিসেবে রয়েছে। প্রচারণায় পিছিয়ে নেই ক্ষমসীন আওয়ামীলীগের প্রার্থীরা। আগামী নির্বাচনে ক্ষমতাসীনরা জাপাকে সদর-বন্দর আসনটি ছেড়ে দিতে নারাজ। এখানে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবুল কালাম, কাউন্সিলর খোরশেদ, এড.সাখাওয়াত হোসেন মামলার ভরে মাঠে নামতে পারছে না।