দীর্ঘদিনের বান্ধবী কেরি সাইমন্ডসকে বিয়ে করতে চলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। কয়েক মাস আগেই অন্তঃসত্ত্বা হয়েছেন ৩১ বছর বয়সী কেরি। রোববার ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন এবং দপ্তর এ তথ্য জানিয়েছে। সূত্রের খবরে বলা হয়েছে, বাগদান পর্ব শেষ হয়ে গেছে, এবার বিয়ের অপেক্ষা।
কনজারভেটিভ পার্টির নেতা ৫৫ বছরের বয়সী জনসন ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদে আসীন হওয়ার পরই ব্রেক্সিটের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কার্যকর করেছেন। সাফল্যের প্রথম ধাপ পেরিয়ে গেছেন তিনি। এবার তার জীবনের ফের পিতৃপর্বের সূচনা হচ্ছে। বরিসের দ্বিতীয় স্ত্রীর চার সন্তান রয়েছে।
বরিস জনসন ও কেরি সাইমন্ডসের সম্পর্ক দীর্ঘদিনের। এক সময় কনজারভেটিভ পার্টির যোগাযোগ প্রধানের দায়িত্বে ছিলেন ক্যারি। তখন দলের শীর্ষ নেতা জনসনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার৷ পরে অবশ্য ওই সম্পর্ক ভেঙেও যায়৷ তবে ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে লড়াইয়ের শুরু থেকেই কেরিকে ফের দেখা যাচ্ছিল জনসনের পাশে পাশে৷ এমনকি প্রচারেও একদল সঙ্গীসাথীর মাঝে ক্যামেরায় ধরা পড়ছিল কেরি-জনসন জুটি৷
এদিকে জনসন ও ক্যারি হলেন প্রথম যুগল যারা বিয়ের আগেই প্রধানমন্ত্রীর বাসভবনের স্থায়ী বাসিন্দা হয়ে উঠেছিলেন। এ নিয়েও বিতর্ক কম হয়নি। তবে সব বিতর্কের ইতি ঘটিয়ে এবার চার হাত এক হতে যাচ্ছে।
উল্লেখ্য, এর আগে ডেভিড ক্যামেরনও ১০ ডাউনিং স্ট্রিটে থাকাকালে মেয়ে সন্তানের বাবা হয়েছিলেন। এবার বরিসের সংসার আলো করে কে আসে সেদিকে তাকিয়ে রয়েছে ব্রিটিশরা।