আজ বুধবার, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

উত্তেজনায় ঠাসা ম্যাচে নিরুত্তাপ ড্র

ফতুল্লা প্রতিনিধি
টানটান উত্তেজনায় ভরপুর আবাহনী-মোহামেডান ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কোন গোলের দেখা মিললেও উত্তেজনায় ঠাসা ছিল ম্যাচটি। আক্রমন পাল্টা আক্রমনে খেলার শেষ সময় পর্যন্ত দর্শকের উল্লাস ছিল চোখে পরার মতো। তবে নিরুত্তাপ ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় দু’দলের খেলোয়াড়দের।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে মুজিব শতবর্ষ উপলক্ষে আয়োজিত প্রীতি ম্যাচের আয়োজন করে আলীগঞ্জ ক্লাব। খেলায় চিরপ্রতিদ্বন্দী মোহামেডান স্পোটিং ক্লাব (ঢাকা) ও আবাহনী ক্রীড়া চক্র (চট্টগ্রাম) মুখোমুখি হয়। ম্যাচটি গোলশূন্য ড্র হওয়ায় উভয় দলের হাতেই ট্রফি তুলে দেন আলীগঞ্জ ক্লাব সভাপতি ও জাতীয় শ্রমিক লীগের শ্রম ও কল্যাণ বিষয়ক সম্পাদক কাউসার আহম্মেদ পলাশ।

এসময় উপস্থিত ছিলেন ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ সভাপতি বাদল রায়, মোহামেডানের সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ, গোল রক্ষক সাঈদ হাসান কানন, ইমতিয়াজ আহম্মেদ নকিব, আবাহনীর আসলাম, মারুফ, আরমান প্রিন্স, আলীগঞ্জ জামে মসজিদের সভাপতি হাজী মফিদুল ইসলাম, কুতুবপুর মুক্তিযুদ্ধ কমান্ড কাউন্সিলের সভাপতি শহিদুল ইসলাম জজ, বোরহান উদ্দিন, আবু সাঈদ, নূরুল ইসলাম মেম্বার ও আলীগঞ্জ ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন প্রমূখ।

আরএইচ/এসএমআর