আজ বৃহস্পতিবার, ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

উঠান বৈঠকে মানিক, কায়েতপাড়ায় চাঁদাবাজদের জায়গা হবে না

নিজস্ব প্রতিবেদক: রূপগ‌ঞ্জে কা‌য়েতপাড়া ইউ‌নিয়ন প‌রিষ‌দ নির্বাচন‌কে সাম‌নে রে‌খে উঠান বৈঠক করেছে কায়েতপাড়া ৬ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মানিক আহমেদ । শুক্রবার ( ১৯ ফেব্রুয়ারি) উঠান বৈঠক ও আলোচনা সভা হয়।

সভায় তিনি বলেন , কায়েতপাড়ায় চাঁদাবাজদের জায়গা হবে না। তরুণদের হাতে আমি অস্ত্র নয় কলম তুলে দিতে চাই।

মানিক আহমেদ বলেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নেতৃত্বে কায়েতপাড়ায় ব্যাপক উন্নয়ন হয়েছে। আমরা কায়েতপাড়াবাসী গাজী পরিবারের সাথে আছি এবং থাকব।

তিনি বলেন, ভুমিদস্যুদের অবৈধ বালি ভরাট করা জায়গায় আমরা খেজুরের বাগান করবো । আমি আপনাদের সহযোগিতা চাই। অতীতের মতো আপনারা আমার সাথে থাকবেন । ৬ নং ওয়াডকে একটি মডেল ওযাড হিসাবে গড়ে তুলবো।

এসময় বড়ালু,ছাতিয়ান,উল্লাবও,পিরপাড়া, খল্লা বাড়ির টেক, পীরপাড়া, পাড়াগাও গ্রামের মুরুব্বি, যুবক,তরুন ও মহিলারা গাজী পরিবারের জন্য দোয়া করেন। পরে সবাই খাবার দেওয়া হয়।

প্রসঙ্গত কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক সংরক্ষিত সদস্য (৪.৫.৬) মরহুমা তাছলিম খাতুনের ছেলে মানিক আহমেদ।

সর্বশেষ সংবাদ