আজ বুধবার, ১৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

উচিৎপুড়ায় নৌকার মাঝি হতে চায় ইসমাইল

সংবাদচর্চা রিপোর্ট:

আড়াইহাজারে ইউপি নির্বাচনের এখনো তফসিল ঘোষণা হয়নি। তারপরও বাড়ছে ইউপি নির্বাচনের আমেজ। মনোনয়ন প্রত্যাশীরা গণংসংযোগ লবিং শুরু করে দিয়েছে। উচিৎপুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মোঃ ইসমাইল হোসাইন নৌকার মনোনয়ন প্রত্যাশী। তিনি ওই ইউনিয়নের গুরুবদী গ্রামের প্রয়াত সাবেক চেয়ারম্যান জিন্নত আলীর ছেলে। তার বাবা ছিলেন ওই ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান। ছাত্রলীগ নেতা মোঃ ইসমাইল হোসাইন তার পিতার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য তিনি উচিৎপুড়া ইউনিয়নের চেয়ারম্যান হতে সকলের দোয়া কামনা করেছেন। তিনি ওই ইউনিয়নের উন্নয়ন এবং জনগনকে সেবা দেয়ার লক্ষ্যে প্রচারনা চালিয়ে যাচ্ছেন। এছাড়াও উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিভিন্ন মিটিং মিছিলে সক্রিয় অংশ গ্রহনে তিনি আরো জনপ্রিয় হয়ে উঠেছেন। তিনি ২০০৮ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত দীর্ঘ ১২ বচর উচিৎপুড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন।

তিনি জানান, দল যদি তাকে মনোয়ন দেন এবং চেয়ারম্যান পদে নির্বাচিত হই তাহলে সাংসদ আলহাজ¦ নজরুল ইসলাম বাবুর সহয়োগীতায় আমি উচিৎপুড়া ইউনিয়ননের সাধারণ মানুষের পাশে থেকে শিক্ষার মান উন্নয়ন, মাদক নিয়ন্ত্রন, ভূমিদস্যুতা, দুর্নীতি ও বাল্যবিবাহ রোধে কাজ করবো। এছাড়া তরুণদের কর্ম সংস্থানের জন্য তিনি কাজ করে যাবেন।