আজ বুধবার, ১৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

উচিৎপুড়ায় নৌকার মাঝি হতে চায় জয়নাল

নিজস্ব প্রতিবেদক:

আড়াইহাজার উপজেলার উচিৎপুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ জয়নাল আবেদীন (বি এস এস) আওয়ামী লীগের (নৌকা) মনোনয়ন প্রত্যাশী। তিনি উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি । তিনি বাড়ৈপাড়া গ্রামের আঃ জাব্বারের ছেলে।

তিনি উচিৎপুরা ইউনিয়নের উন্নয়ন এবং জনগনকে সেবা দেয়ার লক্ষ্যে প্রচারনা চালিয়ে যাচ্ছেন। সমাজ সেবা মুলক কাজে রয়েছে তার এবং পরিবারের বিশেষ অবদান। ইতিমধ্যে বিভিন্ন গ্রামের পাড়া মহল্লায় তরুণ রাজনীতিবিদ হিসাবে তাকে নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। এছাড়াও উপজেলা আওয়ামীলীগ আয়োজিত বিভিন্ন মিটিং মিছিলে সক্রিয় অংশ গ্রহণ করেন। প্রতিদিনই গ্রামে, পাড়া-মহল্লায় আওয়ামীলীগ নেতা এবং মুরুব্বিদের নিয়ে গনসংযোগ এবং উঠান বৈঠক করছেন।

তিনি জানান, দল মনোনয়ন দিলে নির্বাচন করবো। নির্বাচিত হলে সাংসদ আলহাজ¦ নজরুল ইসলাম বাবুর সহযোগীতায় আমি উচিৎপুড়া ইউনিয়নের সাধারণ মানুষের পাশে থেকে শিক্ষার মান উন্নয়ন, মাদক নিয়ন্ত্রন, ভূমিদস্যুতা, দুর্নীতি ও বাল্যবিবাহ রোধে কাজ করবো।