আজ রবিবার, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

উকিলপাড়ায় ইসলামিক জলশায় মশগুল নবী প্রেমীরা

নিজস্ব প্রতিবেদক : রবিউল আউয়াল উপলক্ষ্যে নারায়ণগঞ্জ দারুল হাদীস হুসাইনিয়া দরবার শরীফের উদ্যোগে এক ইসলামিক জলসার আয়োজন করা হয়েছে। নবীর আশেকান ও তার প্রেমে পাগলদের জন্য আয়োজন করা হয়েছে ইসলামিক কনসার্ট ও জলশা।

রবিবার (১০ ডিসেম্বর) বাদ আছর শুরু হয় আনুষ্ঠানিকতা। বাদ আছর নগরীর বিবি রোডস্থ টপটেন শো রুমের নীচ তলায় কুরআন তেলোয়তের মাধ্যমে শুরু হয়ে পর্যায় ক্রমে ইসলামিক কনসার্ট, নবী করিম (সঃ) জীবনীর আলোচনা, জিকির/ কিয়ামের পর দোয়া-মোনাজাত করা হয় এবং পরিশেষে সকলের জন্য বিশেষ নেওয়াজ বিতরন করা হয়।

দারুল হাদীস হুসাইনিয়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা আলহাজ মোঃ সোহাগ তার নিজ উদ্যোগে ইসলামিক কনসার্ট, মাহফিল ও নেওয়াজ বিতরন অনুষ্ঠানের আয়োজন করেন। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার বাদ এশা ফাতেহা পাঠ ও জিকিরের আয়োজন হয়ে থাকে এ খানকা শরিফে।

রবিউল আউয়াল উপলক্ষ্যে ইসলামিক জলশা ও মাহফিলের প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন আলহাজ হাফেজ মোঃ মরিুজ্জামান ওয়াল ক্দারি (মোহাদ্দ্ছে জামেয়া কাদেরিয়া তৈয়বিয়া মাদ্রাসা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাজহারুল ইসলাম আল-কাদরি উয়াল চিশতি(পীর সাহেব চিশতি আলিয়া পাক দরবার শরীফ)।

মাহফিলের সভাপতিত্ব করেন আলহাজ মোঃ সোহাগ সাহেব।