আজ রবিবার, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সরকার ব্যর্থ :রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ব্যর্থ হয়েছে আওয়ামী লীগ সরকার। তিনি বলেন, সরকারের অব্যবস্থাপনার কারণেই ট্রেনের সিডিউল বিপর্যয় ও মহাসড়কে দীর্ঘ যানজটে ঈদযাত্রায় মানুষজনের দুর্ভোগ চরমে।

শনিবার সকালে রাজধানীর গুলশানে ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির জন্য দলীয় লিফলেট বিতরণকালে সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন। গুলশানে এনসিসি মার্কেটে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নেতৃবৃন্দকে নিয়ে ডেঙ্গু প্রতিরোধে দলের প্রকাশিত লিফলেট মানুষজনের কাছে বিতরণ করেন রিজভী।
এ সময় বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান, সহসভাপতি আবুল হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।