নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে অসহায় দুঃস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিনিময় করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও সংরক্ষিত আসনের (১৬, ১৭ ও ১৮) কাউন্সিলর আফসানা আফরোজ বিভা হাসান।
শুক্রবার (১লা জুন) সকালে ঈদুল-ফিতর উপলক্ষে সিটি কর্পোরেশনের ১৬, ১৭ ও ১৮ নং ওয়ার্ড এলাকার অসহায়, দুঃস্থ মানুষদের মাঝে শাড়ি ও থ্রি পিছ বিতরন করেন।
এলাকাবাসী জানান, আফসানা আফরোজ বিভা হাসান নির্বাচিত হওয়ার পর থেকেই আর্তমানবতায় নিজেকে নিয়োজিত রেখেছেন। সিটি কর্পোরেশনের এলাকার মানুষ তার কাছে নানা রকম সমস্যা নিয়ে আসেন, তিনি সেই সমস্যা গুলো শুনে তার সঠিক সমাদান দেন। তিনি নির্বাচনের আগে মানুষের কাছে যে ওয়াদা করেছিলেন তা তিনি পালন করে যাচ্ছেন।