রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনিরের নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব পৌরসভার রূপসী কাজীপাড়ায় কাজী ভবনে প্রিয় নেতার সাথে ঈদ-উল অাযহার অানন্দে তৃণমূল নেতা- কর্মী সমর্থকদের ঢল নেমেছে।
বুধবার বিকাল গড়াতেই কাজী ভবনে ছুটে অাসতে থাকেন নারায়ণগঞ্জ জেলাসহ রূপগঞ্জ উপজেলা বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতা- কর্মীরা।
যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, মহিলা দল, যুব মহিলা দল, কৃষকদল, শ্রমিকদল, তাঁতীদলের প্রায় দেড় হাজার নেতা- কর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়ের মধ্যদিয়ে অানন্দ ভাগ করে নেন।
রূপগঞ্জ থানা বিএনপির সাধারন সম্পাদক মাহাফুজুর রহমান হুমায়ূন, যুগ্ম সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, তাঁতীদল সভাপতি মজিবুর রহমান, ওলামাল সভাপতি মাওলানা জাকারিয়া, জাসদ সভাপতি জাকির হোসেন, কেন্দ্রীয় যুবদল নেতা অাশারাফুল হক রিপন, সেচ্ছাসেবক দলের নেতা মাহাবুর রহমান মাহাবুব, রূপগঞ্জ থানা ছাত্রদল নেতা হাজী অাবু মোঃ মাসুম, অাজিম সরকার, সুলতান অাহাম্মেদ, অাহাম্মেদ রাজিব, তারাব পৌর ছাত্রদল মাসুদ প্রমূখ।