সংবাদচর্চা রিপোর্ট
মেয়াদ শেষ হওয়ায় সম্প্রতি নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের কমিটি গঠনের কথা শোনা গিয়েছিলো চারদিকে। সভাপতি ও সাধারণ সম্পাদক পদ পেতে কয়েকজন কেন্দ্রে দৌড়ঝাপ শুরু করেছিলেন। সূত্র মতে, একাধিক কমিটি জমা পড়েছে। তবে শেষতক জানা গেছে, ঈদের আগে কমিটি হবে না।
২০১৩ সালের ১১ সেপ্টেম্বর আনোয়ার হোসেনকে সভাপতি ও খোকন সাহাকে সাধারণ সম্পাদক করে মহানগর আওয়ামীলীগের দুই সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এ দুই নেতাকে ৭ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দিলেও দুই বছরেরও বেশী সময়ের পরও তারা তা পারেননি। পরে ২০১৫ সালের ২৬ নভেম্বর মহানগর আওয়ামীলীগের ৭১সদস্যের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরই মধ্যে সভাপতি আনোয়ার হোসেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান হন। দলীয় সূত্র বলছে, তিনি আর মহানগর আওয়ামী লীগের সভাপতি হবেন না। আনোয়ার হোসেন নিজেও বলেছেন, আমি কেন্দ্রে কোন কমিটি জমা দিবো না। যদি দলের প্রয়োজনে আমাকে পদে রাখার কথা চিন্তা করা হয় তবে আমি দলের জন্য কাজ করবো। এদিকে মহানগর আওয়ামী লীগের সভাপতি পদ চেয়েছেন কামাল মৃধা। ইতিমধ্যে তিনি একটি কমিটির তালিকা তৈরী করেছেন।
এ বিষয়ে কামাল মৃধা জানান, আমরা ত্যাগী নেতাকর্মী নিয়ে কমিটি গঠন করেছি। এজন্য আগে থেকেই একটি সার্চ কমিটি করা হয়েছে। তারা সব কিছু বিবেচনায় রেখে দলের জন্য নিবেদিত প্রাণ নেতাকর্মী নিয়ে তালিকা করেছে।
সভাপতি পদে বর্তমান সাধারণ সম্পাদক খোকন সাহার নামও শোনা যাচ্ছে। তিনি উত্তর বলয়ের নেতা হিসেবে পরিচিত হলেও সভাপতি হতে দক্ষিণ বলয়ের কতিপয় নেতার সাথে হাত মিলিয়েছেন বলে সূত্র জানায়।
তবে খোকন সাহা বলছেন সম্মেলনের কথা। আলাপকালে তিনি জানান, সম্মেলনে তৃণমূল নেতারা ঠিক করবেন কে কোন পদে থাকবেন। তিনি আরও জানান, কেন্দ্র থেকে সম্মেলনের বিষয়ে কোন দিক নির্দেশনা আসেনি।
এদিকে সাধারণ সম্পাদক পদেও কয়েকজনের নাম উঠেছে। এরমধ্যে বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত অন্যতম। এ প্রসঙ্গে জিএম আরাফাত জানান, দলের প্রয়োজনে নেতাকর্মীরা যদি আমাকে চায় আমি আপ্রান চেষ্টা করবো কাজ করতে।
কমিটি ও পদ নিয়ে এত শোরগোল চললেও সম্মেলনের কোন দিন তারিখ এখনও ঘোষণা হয়নি। এমনকি কেন্দ্রীয় নেতারা এ বিষয়ে কোন দিক নির্দেশনাও দেয়নি। দলীয় সূত্র জানায়, এ মুহূর্তে সম্মেলন করার কোন ইচ্ছা নেই কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক নেতাদের। বঙ্গবন্ধুর শতবর্ষ উদযাপান, আগামী মাসে মহান স্বাধীনতা দিবস, এরপর মাহে রমজান, ঈদ উল ফিতর সহ নানা কারনে সময় বের করা কঠিন হয়ে পরবে নেতাদের জন্য। এসব চিন্তা মাথায় রেখেই নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সম্মেলন বা কমিটি গঠন নিয়ে আপাতত ভাবছেন না তারা। তবে ঈদের পর নতুন কমিটি গঠনে উদ্যোগ নিতে পারে কেন্দ্র।