আজ বুধবার, ২০শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ঈদকে সামনে রেখে মার্কেট গুলোতে বাড়ছে ক্রেতাদের ভীড়

সংবাদচর্চা রিপোর্ট:

ঈদের আর মাত্র ১০ দিন বাকি। ঈদ যত ঘনিয়ে আসছে ততই কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়ছে সকল শ্রেণির মানুষ। যার যেমন সামর্থ তা দিয়েই সাধ্য মতো করছেন ঈদের কেনাকাটা। ঈদের সামনে রেখে নগরির মার্কেট গুলোতে ক্রেতাদের ভীড় ততই বাড়ছে।

নারায়ণগঞ্জ সদরসহ উপজেলার ছোট-বড় সব মার্কেট ও হাট-বাজার গুলো ক্রেতার ভীড়ে সরগরম হয়ে উঠেছে। কিশোর-কিশোরী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ঈদের কেনাকাটার জন্য মহা-ব্যস্ত হয়ে পড়েছেন। কাপড়-চোপড়, জুতা-সান্ডেল ও কসমেটিকের দোকান গুলোতে মানুষের তীল ধরনের ঠাঁই নেই।

ঈদকে কেন্দ্র করে গুলোতে মেয়েদের জন্য এসেছে নতুন নতুন পোশাক।মার্কেটে হাফ সিল্ক শাড়ির মূল্য ৮৫০-২৫০০ টাকা,জামদানি শাড়ির মূল্য ৭০০-৪০০০ টাকা,কাতান শাড়ির মূল্য ১৫০০-৮৫৫০ টাকা,তবে ইন্ডিয়ান সুতি শাড়ি এবার ঈদে সবচেয়ে বেশি বিক্রি হ্েচ্ছ এমনটি বলেন বিক্রেতা আলামিন

নতুন থ্রি পিছের ক্ষেত্রে এসেছে ছাঢ়ারা ৬০০-২২০০ টাকা,বোনারস ৩৫০০-৬০৫০ টাকা,প্লাজু ৬৫০০ – ১২০০০টাকা,গাঘরা ৭০০০-১০০০০টাকা,লাছা ৫০০০-৮০০০টাকা,লেহেংগা ৫০০০-২৫০০০টাকা।তবে ছেলেদেও জন্য নতুন কোনো পোশাক এবার ঈদে আসেনি এমনটি জানায় বিক্রেতা রিপন।

টেইলার্স গুলোতে ঈদের কাপড়-চোপড় তৈরীর অর্ডার নেওয়া অনেক আগেই একপ্রকার বন্ধ হয়ে গেছে। তারপরে ঈদের জামা-কাপড় দিতে হিমশিম খাচ্ছে টেইলার্স মালিক-কর্মচারীরা।

অধিকাংশ দোকানেই কাপড়-চোপড়সহ বিভিন্ন জিনিসপত্রের দাম বেশী থাকলেও ক্রেতার মধ্যে নেই কোনো বিরূপ মনোভাব। দাম যাই হাক ঈদের জন্য সবাই চায় পছন্দের জিনিসপত্র।

গত কয়েক দিনের প্রচন্ড গরমে মানুষের দুর্ভোগ চরমে পৌঁছালেও সেই খেয়াল লক্ষ করা যায়নি ঈদের কেনাকাটা করতে আসা মানুষজনের মধ্যে। সকলেই ঈদের আনন্দ উপভোগ করতে গরম উপেক্ষা করে, শরীর ভিজিয়ে পাল্লা দিয়ে করছেন ঈদের কেনাকাটা। বিভিন্ন দোকানপাটে গিয়ে বিক্রেতাদের কাছে জানা গেছে অনেক ভালো বেচা-কেনা হচ্ছে।

কাপড়-চোপড় তৈরীর অর্ডার নেওয়া অনেক আগেই একপ্রকার বন্ধ হয়ে গেছে। তারপরে ঈদের জামা-কাপড় দিতে হিমশিম খাচ্ছে টেইলার্স মালিক-কর্মচারীরা।

অধিকাংশ দোকানেই কাপড়-চোপড়সহ বিভিন্ন জিনিসপত্রের দাম বেশী থাকলেও ক্রেতার মধ্যে নেই কোনো বিরূপ মনোভাব। দাম যাই হাক ঈদের জন্য সবাই চায় পছন্দের জিনিসপত্র।