আজ শনিবার, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঈগল পরিবহনে তল্লাশি, তিন’শ কেজি অবৈধ পলিথিন ব্যাগ উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি॥

মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বাসস্ট্যান্ড থেকে বরিশালগামী একটি ঈগল পরিবহনে অভিযান চালিয়ে ৩’শ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ উদ্ধার করেছে মাদারীপুর র‌্যাব-৮। এ সময় সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ অবৈধভাবে পরিবহন যোগে বহন করার অপরাধে পরিবহনের সুপারভাইজার মো: মানিক হাওলাদার (৩৪) কে আটক করা হয়।

জানা যায়, মাদারীপুর র‌্যাব-৮, সিপিসি-৩ ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো: রইছ উদ্দিন এর নেতৃত্বে রবিার সন্ধ্যে আনুমানিক ৬ টার সময় অভিযান পরিচালনা করা হয়।
র‌্যাব জানায়, আটককৃত ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জনাব রেকসোনা খাতুন, সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয় মাদারীপুর এর উপস্থিতিতে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) সালের ৬ (ক) ধারা মোতাবেক ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
পরবর্তীতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনাব রেকসোনা খাতুন, জেলা প্রশাসকের কার্যালয়, মাদারীপুর এর উপস্থিতিতে জব্দকৃত পলিথিন সমূহ পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর এর নিকট হস্তান্তর করা হয়।