মাদারীপুর প্রতিনিধি॥
মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বাসস্ট্যান্ড থেকে বরিশালগামী একটি ঈগল পরিবহনে অভিযান চালিয়ে ৩’শ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ উদ্ধার করেছে মাদারীপুর র্যাব-৮। এ সময় সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ অবৈধভাবে পরিবহন যোগে বহন করার অপরাধে পরিবহনের সুপারভাইজার মো: মানিক হাওলাদার (৩৪) কে আটক করা হয়।
জানা যায়, মাদারীপুর র্যাব-৮, সিপিসি-৩ ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো: রইছ উদ্দিন এর নেতৃত্বে রবিার সন্ধ্যে আনুমানিক ৬ টার সময় অভিযান পরিচালনা করা হয়।
র্যাব জানায়, আটককৃত ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জনাব রেকসোনা খাতুন, সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয় মাদারীপুর এর উপস্থিতিতে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) সালের ৬ (ক) ধারা মোতাবেক ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
পরবর্তীতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনাব রেকসোনা খাতুন, জেলা প্রশাসকের কার্যালয়, মাদারীপুর এর উপস্থিতিতে জব্দকৃত পলিথিন সমূহ পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর এর নিকট হস্তান্তর করা হয়।