আজ শুক্রবার, ২২শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ইয়াবাসহ হিজড়া সরদার আটক

নিজস্ব প্রতিবেদক:

পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ স্থানীয় হিজড়া সরদার রুবেল (২৫) নামে একজনকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ।

সোমবার (০৮ জুলাই) দুপুরে হিলি  সীমান্তবর্তী সাতকুড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, হিজড়া রুবেল ইয়াবা নিয়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের সাতকুড়ি এলাকা থেকে ভ্যান যোগে শহরে প্রবেশ করছিলেন। এ সময় তার শরীর তল্লাশি করে অভিনব কায়দায় রাখা এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাকে আটক দেখিয়ে হাকিমপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে, আটক হিজড়া রুবেল জানান, হাড়িপুকুর সীমান্তের ইলিয়াস নামক এক যুবক তাকে এক হাজার পিস ইয়াবা দিয়েছিল, যা সাতকুড়ি এলাকায় ‘বড় ভাই’ নামে একজনকে দেওয়ার কথা বলেছিল। বিনিময়ে আমাকে এক হাজার টাকা দেওয়ার কথা ছিল।

আটকৃত হিজড়া রুবেল (২৫) হাকিমপুর উপজেলার দেবখন্ডা গ্রামের মৃত জাহিদ হাসানের ছেলে।