আজ শুক্রবার, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বন্দরে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার

আটক

ইয়াবাসহ গ্রেপ্তার

 

বন্দর প্রতিনিধি:
কামতাল তদন্ত কেন্দ্র পুলিশ কাজী ইমন (২০) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। শনিবার রাতে বন্দর থানার মালিভিটা এলাকায় থেকে তাকে ৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে পুলিশ। ধৃত ইয়াবা ব্যবসায়ী কাজী ইমন একই এলাকার জসিম মিয়ার ছেলে। ধৃতকে মাদক মামলায় রোববার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। কামতাল তদন্ত কেন্দ্রর উপ-পরিদর্শক প্রদুৎ কুমার জানান, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী কাজী ইমন র্দীঘ দিন ধরে মালিভিটাসহ বিভিন্ন এলাকায় অবাধে মাদক ব্যবসা চালিয়ে আসচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে ৫০ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়েছে। আমরা তাকে মাদক মামলায় আদালতে প্রেরণ করেছি।