বন্দর প্রতিনিধি:
ইয়াবা ট্যাবলেটসহ ২ যুবককে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। তাদের নিকট থেকে ২১ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। সোমবার রাতে বন্দর থানার রুপালী জামে মসজিদের সামনে থেকে এদেরকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো শহরের পাইকপাড়াস্থ অলি কমিশনারের বাড়ী ভাড়াটিয়া শাহ জালাল মিয়ার ছেলে রেজাউল ইসলাম জাবেদ (২৪) ও রুপালী আবাসিক এলাকার আমেনা মঞ্জিল বাড়ীর মাওঃ সিহাব উদ্দিন মিয়ার ছেলে সিফাতুল্লা মোঃ তানজিন (২০)। ধৃতদের মঙ্গলবার দুপুরে মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।