আজ বুধবার, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ইসির পদত্যাগের দাবিতে মানববন্ধন করলো বিএনপি

সংবাদচর্চা অনলাইনঃ

নির্বাচন কমিশনের (ইসি) পদত্যাগ দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ বিএনপি ও অঙ্গসংগঠন।

সোমবার ১১ই জানুয়ারি সকালে নারায়ণগঞ্জ শহরের প্রেসক্লাবের সামনে জেলা বিএনপির আহবায়ক এড. তৈমুর আলম খন্দকারের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জেলা আহবায়ক কমিটির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ বলেন, এই অবৈধ সরকারের নিয়োগপ্রাপ্ত নির্বাচন কমিশনার (ইসি)। যাদের কালো হাতের ছোঁয়ায় দেশের নির্বাচন ও গণতন্ত্রের বিষয় হারিয়ে গেছে।  সেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে আজকের মানববন্ধনে পদত্যাগের দাবি জানাচ্ছি।

তিনি বলেন, শুধু নির্বাচন কমিশনের বিরুদ্ধে নয়। এই কমিশনের পদত্যাগের মধ্য দিয়ে এই অবৈধ সরকারের পদত্যাগের আন্দোলন  বাংলাদেশে ছড়িয়ে যাবে।

মানববন্ধনে জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা রহিমা করিম মায়া বলেন, এই সরকারের অধীনে এই নির্বাচন কমিশন বিভিন্নভাবে ভোটারবিহীন নির্বাচন করে যাচ্ছে। অথচ তারা সুষ্ঠ নির্বাচন হচ্ছে বলে মন্তব্য করছে। ইসি পদত্যাগ না করলে এড. তৈমুর আলম খন্দকার ও অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে সারা নারায়ণগঞ্জে আন্দোলনের ঝড় হবে। এতে এই নির্বাচন কমিশন পদত্যাগ করতে বাধ্য হবে।

এসময় বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।