রূপগঞ্জ প্রতিনিধি ঃ গ্রামীণ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইসলামি ব্যাংক ও আল-রাফি হাসপাতালের যৌথ উদ্যোগে বুধবার দিনব্যাপি গোলাকান্দাইল আল-রাফি হাসপাতালে ইসলামি ব্যাংক রূপগঞ্জ শাখার এক হাজার নারী গ্রাহককে ফ্রি চিকিৎসাসেবার মাধ্যমে এক অনন্য উদ্যোগ নেওয়া হয়।
ইসলামি ব্যাংক রূপগঞ্জ শাখার ম্যানেজার জসিম ভূইয়ার সভাপতিত্বে ফ্রি চিকিৎসাসেবা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলামিষ্ট, গবেষক, রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এবং আল-রাফি হাসপাতালের চেয়ারম্যান লায়ন মীর আব্দুল আলীম। এসময় আরো বক্তব্য রাখেন ভুলতা ফাঁড়ির ইনচার্জ শহীদুল ইসলাম ভূইয়া, গোলাকান্দাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন ভূইয়া। উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ, এসএম শাহাদাত, নিজামউদ্দিন আহম্মেদ, ইমদাদুল হক দুলাল, মীর শফিকুল ইসলাম, এস এম রোবেল মাহমুদ,রুবেল শিকদার, এম এইচ বিজয়, আতাউর রহমান সানী, প্রমুখ।