আন্তর্জাতিক ডেস্ক : জেরুজালেম পোস্ট জানিয়েছে, এই সফরের উদ্দেশ্য ইসরায়েলের সঙ্গে বাহরাইনের সম্পর্ক স্বাভাবিক করা। গত শনিবার থেকে শুরু হওয়া সফরের অংশ হিসেবে বাহরাইনের ২৫ সদস্যের একটি প্রতিনিধি দল এখন জেরুজালেমে অবস্থান করছে। পাঁচ দিনের এই সফর ক্ষুব্ধ করেছে। ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট-এর এক প্রতিবেদন থেকে এসব কথা জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী, প্রতিনিধি দলের অর্ধেক সদস্যই বাহরাইনি বংশোদ্ভূত। আর বাকি অর্ধেক বিভিন্ন দেশের বংশোদ্ভূত বাহরাইনি নাগরিক। জেরুজালেম পোস্ট জানায়, প্রতিনিধি দলে কোনও সরকারি কর্মকর্তা নেই। বিভিন্ন এনজিওতে কর্মরত ভিন্ন ভিন্ন ধর্মবিশ্বাসীদের নিয়ে দলটি গঠন করা হয়েছে। ৬ ডিসেম্বর বুধবার জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতির সিদ্ধান্ত ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের মার্কিন দূতাবাস তেল আবিব থেকে সরিয়ে জেরুজালেমে নিয়ে যাওয়ার প্রস্তুতির কথাও জানান তিনি। এরপর বিশ্বজুড়ে ট্রাম্পের বিরুদ্ধে নিন্দার ঝড় ওঠে। এমন অবস্থায় এই সফর ক্ষুব্ধ করেছে ফিলিস্তিনিদের। বাহরাইনি প্রতিনিধি দলটি জানিয়েছে, এ সফরের পরিকল্পনা কয়েক মাস আগেই করা হয়েছিল। প্রতিনিধি দলের প্রধান বেতসি মেথিসন বলেন, ‘অনেক মাস আগেই আমাদের এ সফরের পরিকল্পনা করে রাখা হয়েছে। রাজনৈতিক বিশ্বে যা ঘটছে তার জন্য আমরা আমাদের শান্তিপূর্ণ সহাবস্থানের বার্তাকে বিচ্যুত হতে দিতে পারি না।’ প্রতিনিধি দলটিকে ইসরাযেলে আমন্ত্রণ জানিয়েছে সিমন উইজেনথাল সেন্টার। প্রতিষ্ঠানটির সহকারি ডিন রাব্বি আব্রাহাম কুপার বলেন, ‘এটি সরকারি পর্যায়ের কোনও সফর নয়, তবে তার (বাহরাইনি বাদশাহ) প্রতিশ্রুতিতে অনুপ্রাণিত হয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে।’