আজ শুক্রবার, ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ইসরাইলে ইরানের হামলায় ইরাকে উল্লাস

নিজস্ব প্রতিবেদক:

সম্প্রতি সিরিয়ার রাজধানীতে ইরানি কনস্যুলেটে হামলার জবাবে রবিবার (১৪ এপ্রিল) ভোর রাতে সরাসরি ইসরায়েলের ওপর নজীরবিহীন হামলা চালায় করে তেহরান। ইরানের ওই হামলায় ইসরায়েলজুড়ে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটছে। জেরুজালেম ও তেলআবিবসহ পুরো ইসরায়েলজুড়ে বাজছে বিমান হামলার সাইরেন।

এ খবরে বাঁধভাঙা উল্লাসে ফেটে পড়েন ইরানের প্রতিবেশীরাষ্ট্র ইরাকের জনগণ। খুশিতে তারা রবিবার সকালে ইরাকের রাজধানী বাগদাদের রাজপথে নেমে ইরান, ইরাক আর ফিলিস্তিনির পতাকা নিয়ে নেচে-গেয়ে আনন্দ-উল্লাস করতে থাকে। খবর ইরনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার।

বাগদাদের পাশাপাশি কারবালাসহ বিভিন্ন শহরের রাজপথে নেমে ইরাকিদের এভাবে আনন্দ প্রকাশ করতে দেখা গেছে। এসময় তারা বর্বর ইসরায়েলিদের সমুচিন জবাব দেয়ায় ইরানের রেভ্যুলেশনারি গার্ডের বীর সেনাদের প্রশংসা করেন।

তেহরান বলেছে, তারা সিরিয়ায় ইরানের কনস্যুলেটে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় এই হামলা চালিয়েছে। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের বোমা শেল্টারের কাছাকাছি থাকার নির্দেশ দিয়েছে।