আজ সোমবার, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ইসদাইরে নারী উত্ত্যক্তকারী ৭ গ্যাংস্টার অস্ত্র গুলিসহ গ্রেফতার

র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল ২৪ অক্টোবর বৃহস্পতিবার ভোরে ফতুল্লা থানাধীন উত্তর ইসদাইর গাবতলী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে নারীদের উত্ত্যক্তকারী গ্যাংস্টার গ্রুুপের ৭ সদস্যকে গ্রেফতার করেছে।

তারা হলো মোঃ আল আমিন (৩৪), মো. রফিক (৫২), মো. আবির (২৯), ইমরান (৫১), মো. আবির হোসেন (২৮), মো. রুবেল (২৮) ও মোঃ মামুন হোসেন শাওন (৩০)। তাদের দেহ তল্লাশি করে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন, ৩ রাউন্ড পিস্তলের গুলিসহ ২টি চাপাতি, ১টি চাইনিজ কুড়াল, ২টি চাকু ও ২টি গোলতি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা নিজেদেরকে গ্যাংস্টার গ্রুপের সদস্য বলে পরিচয় দিয়ে থাকে।

র‌্যাব-১১ এর এএসপি আলেপউদ্দিন জানান, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে তারা সবাই গ্যাংস্টার গ্রুুপের সক্রিয় সদস্য। তারা বিভিন্ন ভাবে ওই এলাকার বিভিন্ন বয়সী নারী ও মেয়েদের শ্লীলতাহানি করে আসছে বিশেষ করে পোষাক শিল্পগামী নারীদের উত্ত্যক্ত ও শ্লীলতাহানির অভিযোগ প্রবল।

তাদের এই গ্রুপের নেতৃত্ব দেন গাবতলী নতুন বাজার এলাকার উজ্জল নামের এক সন্ত্রাসী। উজ্জল বর্তমানে পলাতক আছে। তাদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায় গ্যাংস্টার গ্রুপের সদস্যরা দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জের গাবতলী এলাকায় সন্ত্রাসী ও ছিনতাই কার্যক্রম পরিচালনা করে আসছে। তারা সাধারণ জনগনের সাথে থাকা ব্যাগ, মোবাইল ফোন, মহিলাদের ভ্যানিটি ব্যাগ চাকু বা ব্লেড দিয়ে কেটে ভেতরে থাকা গুরুত্বপূর্ণ মালামাল ছোঁ মেরে ছিনতাই করে দ্রুত পালিয়ে যায়। এ ছাড়াও ওই এলাকায় কোন অপরিচিত লোক আসলে তাদেরকে নানাভাবে হেনস্থা ও মূল্যবান জিনিসপত্র ছিনতাই করতো।

সর্বশেষ সংবাদ