আজ বৃহস্পতিবার, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ইলমে দ্বীন শিক্ষা সবার জন্য অপরিহার্য: তৈমূর

বিপ্লব হাসান : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২০১৯ সালে বাংলাদেশ কওমি মাদরাসার কৃতি শিক্ষা বোর্ডের জাতীয় মেধা তালিকায় ৬৪তম স্থান অধিকার করায় হাজী মনির উদ্দিন ব্যাপারী কওমি মাদরাসার কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার তারাব পৌসভার রূপসী এলাকার কবরস্থান,মসজিদ ও মাদরাসা পরিচালনা কমিটির আয়োজনে এ পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এডভোকেট তৈমূর আলম খন্দকার। কৃতি শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এড. তৈমূর আলম খন্দকার বলেন, ইলমে দ্বীন শিক্ষা করা সবার জন্য অপরিহার্য। আলোকিত ও আদর্শিত মানুষ তৈরি করতে কওমি মাদরাসা এবং ইসলামি শিক্ষার বিকল্প নেই। তোমরা সুশিক্ষা অর্জন করে অনুকরণীয় ও আদর্শ মানুষ হিসেবে ভবিষ্যতে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করবে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে সফলতা কামনা করে তিনি বলেন, আগামীদিনেও তোমরা এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং তোমাদের মেধাকে আরো বেশি বিকাশিত করবে। তিনি ইলমে দ্বীনের এই ধারাবাহিকতাকে অব্যাহত রাখতে দ্বীনি শিক্ষাকে গুরুত্ব দেয়ার আহবান জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন, হাজী মনির উদ্দিন ব্যাপারী কওমি মাদরাসার কমিটির সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান ভূঁইয়া, অধ্যাপক মুফতি আল-আমিন, নুরুজ্জামান, মোহাম্মদ শাহ আলম, আলেক ভূঁইয়া রফিজ উদ্দিন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।